তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পায়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের জন্য ম্যাচটি তাই সিরিজ হারা এড়ানোর। এমন ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে সফরকারীরা।
যা টপকে জেতা হয়নি আইরিশদের। ম্যাচ হেরেছে ১৫৪ রানের বড় ব্যবধানে। এমন হারের পর তাই আগে ব্যাটিংটাকেই বেছে নিয়েছে আয়ারল্যান্ড। এখন লক্ষ্য বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়ে সিরিজে টিকে থাকা।
আয়ারল্যান্ড একাদশ:
বাংলাদেশ একাদশ:
ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।