সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অর্ধশত রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ১৯

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর ও উত্তরার প্রায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এসব খাবারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক, কর্মীসহ অন্তত ১৯ জনকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এসব রেস্টুরেন্ট-ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কি না, তা দেখতেই অভিযান চালানো হয়।

ধানমন্ডি এলাকার ১৯টি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। জরুরি বহির্গমন সিঁড়ি না থাকা, সিঁড়ি আটকে রান্নাঘর বসানো ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এসব খাবারের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, অভিযান চালিয়ে কয়েকটি খাবারের দোকানের ব্যবস্থাপকসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার গেটে-রাস্তায় পথচারীরদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আল্লাহর দান বিরিয়ানি হাউস ও কাচ্চি পপস নামের দুটি রেস্টুরেন্টের তিনজনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। সোমবার বিকেল ৫ টায় আবার অভিযানে নামবে ভাটারা থানা।

ভাটারা থানার উপপরিদর্শক মো.আমিনুল বলেন, অভিযানে দেখছি, রেস্টুরেন্টগুলোতে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না। এ ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা করতে যেসব অনুমোদন প্রয়োজন হয়, সেগুলো রয়েছে কি না।

গুলশানে অভিযান পরিচালনার সময় একটি ভবনে অনিয়ম পাওয়ায় ভবন মালিককে সতর্ক করেছে পুলিশ। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অসঙ্গ‌তির কার‌নে রাজধানীর ধানম‌ন্ডির ১৯‌টি রেস্টু‌রে‌ন্টে অ‌ভিযান চা‌লি‌য়ে ১৯ জনকে আটক ক‌রে‌ছে ধানম‌ন্ডি থানা পু‌লিশ।

রাজধানীর নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জব্দ করে ১০টি গ্যাস সিলিন্ডার। আটক করা হয় আট জনকে।

নিউমার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ফুটপাত, মার্কেটের রাস্তা কিংবা সরুপথে অবৈধভাবে দোকান বসিয়ে যারা বিভিন্ন ভাজাপোড়া তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। এই এলাকা অত্যন্ত জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে আসেন। তাদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলাতেও রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল শহরে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন। শহরের সুগন্ধা রেস্টুরেন্ট ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জে বহুতল ভবন ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সতর্ক করে দিয়েছে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চাষাঢ়া, বালুর মাঠ এলাকার বিভিন্ন ভবন ও নামি রেস্টুরেন্ট পরিদর্শন করে সতর্ক করা হয়।

গত বৃহস্পতিবার রাতে আমিন মোহাম্মদ গ্রুপের মালিকানাধীন গ্রিন কোজি কটেজ আগুন লাগে। ওই ভবনটির বিভিন্ন তলায় ছিলো নানান রেস্তোরাঁ।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। ততক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে নিহত হন বহু মানুষ।

সর্বশেষ হিসাব অনুযায়ী ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন।

পুড়ে যাওয়া ভবনে আগুনের সূত্রপাত একটি চা-কফির দোকান থেকেই হয়েছিলো বলে পুলিশের মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ভবন মালিক আমিন মোহাম্মদ গ্রুপসহ দুইটি রোস্তোরার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি