রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আ’লীগ নেতার জামিন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১১, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতা বিবেচনায় তাকে এ জামিন দেওয়া হয়।

আইনজীবীরা জানান, হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত। তিনি লক্ষ্মীপুরে পাঁচ শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো মামলায় জামিনের আদেশ।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মামলার সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবী বলেন, তার মক্কেল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন এবং একই রোগে এরইমধ্যে তার দুই ভাই মারা গেছেন।

এছাড়া ট্রাইব্যুনাল আরও বেশ কয়েকটি শর্ত আরোপ করেন। শর্ত অনুযায়ী আসামিকে বাসার ঠিকানা জানাতে হবে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না এবং তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে তিনি কোনোভাবেই সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করতে পারবেন না।

শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়। আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল বলেন, শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে আর কোনো দিন জামিন দেওয়া হবে না।

সর্বশেষ - আইন-আদালত