বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আরসা প্রধানসহ গ্রেপ্তার ১০, ছয় জনের ১০ দিন রিমান্ড

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৯, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া ময়মনসিংহ থেকে আরও চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, রোববার (১৬ মার্চ) মধ্যরাতে জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ছয় জন ও ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চার জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের আরসার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনী (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলগী এলাকার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), আসমত উল্লাহ (৪০) ও মো. হাসান (৪৩), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের ১৫ বছর বয়সী এক কিশোর, শাহিনা আক্তার (২২) ও ১৭ বছর বয়সী কিশোরী। তাদের মধ্যে মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী এলাকায় ভাড়া থাকতেন। আর সলিমুল্লাহ, শাহিনা ও ১৭ বছর বয়সী কিশোরী কক্সবাজারের উখিয়া উপজেলার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের মধ্যে আতাউল্লাহসহ ছয় জনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খানের বরাত দিয়ে নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানায়, তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়। এর মধ্যে ছয় জনের বিরুদ্ধে দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিন করে দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।

আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ।

সর্বশেষ - আন্তর্জাতিক