সোমবার , ১৬ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন ও কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
জুন ১৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বৈঠক করেছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। এ আইনের অধীনে একটি কমিশন গঠন করা হবে।

সোমবার (১৬ জুন) সকালে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোউস্কা, মিস আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ও মো. জাহিদুল ইসলাম। এছাড়া আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। গুম বিষয়ক আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, তারা আইন বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তারা সব ধরনের সহযোগিতা করবেন। বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দিতে পারেন। আমরা বিশ্বাস করি, টেকনোলজিক‍্যাল সাপোর্ট নিতে পারি।

এসময় গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়নের বিষয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে।

এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। বলেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি।

তিনি আরও বলেন, আমরা প্রস্তাব তুলে ধরতে পারি। তবে কি হবে তা উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। কর্মচারীদের ধৈর্য‍্য ধরে কর্মসূচি দেয়ার আহবান।

সর্বশেষ - আইন-আদালত