মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডেভিল হান্টসহ অন্য মামলায় গ্রেপ্তার আরও ১৭৭৫

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় অন্য মামলা এবং ওয়ারেন্ট ভুক্ত আর এক হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অন্য অভিযানসহ গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হলো। আর অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছেন মোট তিন হাজার ২৯৬ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, ওয়ান শুটারগান একটি, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুটি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, কুড়াল দুটি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’  আট ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ