বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তারেক রহমানের দেশে আসতে আর বাঁধা নেই: আইনজীবী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

এক এগারোর সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জন। ফলে এখন তারেক রহমানের দেশে আসতে আর বাঁধা রইলো না বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণার পর তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এই মামলার সাক্ষীরা কেউ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিলো পুরো বানোয়াট। মামলা থেকে খালাস পাওয়ার মধ্যে দিয়ে তারেক রহমানের দেশে আসার আর কোনো বাঁধা নেই।

তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা।

মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত