সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিএনপির নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলভিষিক্ত হবেন মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি এক প্রজ্ঞাপনে তা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।












The Custom Facebook Feed plugin