সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৬ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।

এরমধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কোতোয়ালী থানার একটি এবং উত্তরা পশ্চিম থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার দুই মামলায়।

সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার চারটি ও মোহাম্মদপুর থানার একটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ছয়টি, মোহাম্মদপুর থানার দুইটি, সূত্রাপুর থানার দুইটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকেও যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার সাত, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার মামলায়।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে থাকা যাত্রাবাড়ী থানার দুই ও সূত্রাপুর থানার এক মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চৌধুরী জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়েছেন যাত্রাবাড়ী থানার মামলায়।

এর বাইরে সাবেক আইজিপি শহীদুল হককে যাত্রাবাড়ী থানার মামলায়, মো. জুলহাসকে যাত্রাবাড়ী থানার মামলায়, সাব্বির আহমেদ স্বপনকে যাত্রাবাড়ী থানার মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদাবর থানার মামলায় এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ভাষানটেক থানার একটি ও কাফরুল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি