কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত এলাকা।
বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। তবে পুলিশ জায়গাটির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিস।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পর রাতে এই আগুনের দেওয়ার ঘটনা ঘটলো।
এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।













The Custom Facebook Feed plugin