মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রানা প্লাজার সোহেল রানার হাইকোর্টে জামিন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আতাউর রহমান ও কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসাথে তাকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

তবে সোহেল রানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা।

এর আগে গত বছর রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সে আবেদনের শুনানি নিয়ে ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি রানা। সেই আবেদনে সাড়া দিয়ে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে নিহত হন এক ১৩৫ জন। ওই ঘটনায় রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাভার থানার এসআই আলি আশরাফ।

আলোচিত ওই মামলায় বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

সর্বশেষ - আইন-আদালত