৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত না হলেও ভালো অবস্থায় এসেছে এবং নির্বাচনের আগে আরো উন্নত হবে বলেও জানান তিনি। বলেন, গাজীপুরে সাংবাদিক হক্যাকাণ্ড দুঃখজনক এবং সবার শাস্তি নিশ্চিতে দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এখনে হিসেবের বাইরে থাকা অস্ত্রের সংখ্যা প্রায় ৭০০। জাতীয় নির্বাচনের আগে সেই অস্ত্র উদ্ধারে এবার পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
গাজীপুরে সাংবাদিক হত্যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অভিযুক্ত প্রায় সবাইকে আটক করা হয়েছে। নির্বাচনের আগে পুলিশ বাহিনী আরো দক্ষ হয়ে উঠবে।


















