জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সাক্ষ্যগ্রহণ করছে।
এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এর আগে রোববার প্রথম দিনের সাক্ষ্য নেয়া হয়। এদিন, প্রথম সাক্ষী দেন অভ্যুত্থানে আহত একজন জুলাই যোদ্ধা।
হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা ও আহত করার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে দায়ী করে এদের বিচার দাবি করেন তিনি।
এর আগে, সূচনা বক্তব্যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
এছাড়া চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে তাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পলাতক রয়েছেন।

















