সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে স্থগিত রাখতে বলা হয়েছে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

এসব হিসাবে আগামী ৩০ দিন ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের কোনো ধরনের লেনদেন করা যাবে না।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

আওয়ামী লীগ সরকারের সময় হাবিবুর রহমান পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

শেখ হাসিনার সরকারের পতনের দুইদিন পর গত সাত আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এরপর গত ১৩ আগস্ট তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

সর্বশেষ - আইন-আদালত