সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন।
রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে টানা দুইবারের
একটি সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে নেওয়া হবে।
অন্যদিকে রোববার রাত ১১টায় রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত নিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।












The Custom Facebook Feed plugin