সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিনগত রাতে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

জেলা পুলিশ সুপার বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।












The Custom Facebook Feed plugin