সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, ভারতের উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
রফিকুল আলম বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে। শেখ হাসিনার ইস্যুটিতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না সেটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার বিষয়।
তবে এ বিষয়ে ভারত এখনও কোনো উত্তর দেয়নি বলে জানান মুখপাত্র। এছাড়া, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেকে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও সেই বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র।












The Custom Facebook Feed plugin