নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামি সেলিমকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।












The Custom Facebook Feed plugin