শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগামী নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৯, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদের নির্বাচনের কোনো তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ বাংলাদেশের ৩শ’ আসনেই প্রার্থী দেবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে ঝিনাইদহ গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নুর বলেন, এই সরকার আমাদেরই সরকার। আমাদের সরকারকে সহায়তা করতে হবে। তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে। এ সময় নিত্যপণ্যের দাম কমানোর তাগিদ দেন তিনি।

তিনি বলেন, আমাদের ওপর চরম নির্যাতন করা হয়েছে। ছাত্র আন্দোলনে সমানে থেকে নেতৃত্ব দিয়েছি। মার খেয়েছি, আটক হয়েছি, রিমান্ডেও নিয়েছে পুলিশ। সেখানেও অমানবিক নির্যাতন করা হয়েছে। তবুও আমরা মাথা নত করিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারে যারা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল সবাই ইচ্ছামতো লুটপাট করেছে। দেশের বাইরে সবার বাড়ি রয়েছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাড়াতে হবে।

এ সময় জুলাই আন্দোলনে যারা আহত ও নিহতের পেছনে দায়ী তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান নুর।

সর্বশেষ - আন্তর্জাতিক