সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মেক্সিকোর শ্মশানে মিললো ‘স্তূপীকৃত’ ৩৮১ মরদেহ

প্রতিবেদক
Newsdesk
জুন ৩০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি বেসরকারি শ্মশানে ‘স্তূপীকৃত’ অবস্থায় ৩৮১টি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। রোববার (২৯ জুন) স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

চিহুয়াহুয়া রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ের যোগাযোগ সমন্বয়কারী এলয় গার্সিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে আমরা ৩৮১টি মৃতদেহের সন্ধান পেয়েছি এবং সেগুলো আমাদের কাছে আছে। মৃতদেহগুলো অনিয়মিতভাবে শ্মশানে জমা করা হয়েছিলো এবং সেগুলোকে দাহ করা হয়নি।

গার্সিয়া বলেন, শ্মশানের ভবনে বিভিন্ন কক্ষে মৃতদেহগুলো ‘স্তূপীকৃত’ অবস্থায় ছিলো।

mexico 2

তিনি আরও বলেন, মৃতদেহগুলো একটির ওপরে আরেকটি মেঝেতে রাখা হয়েছিলো। সমস্ত মৃতদেহকে সুগন্ধিকরণ করা হয়েছিলো যাতে দুর্গন্ধ না ছড়ায়।

এমনকি দেহ দাহ না করেই ছাইয়ের পরিবর্তে মৃতদের আত্মীয়দের অন্য কিছু দেয়া হয়েছিলো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষ অনুমান করেছে, কিছু দেহাবশেষ দুই বছর পর্যন্ত সেখানে থাকতে পারে।

এক্ষেত্রে গার্সিয়া শ্মশান কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্বহীনতাকে দায়ী করেছেন।

তিনি আরও বলেন, আপনি যতটা প্রক্রিয়া করতে পারেন তার চেয়ে বেশি নিতে পারবেন না। শ্মশানের একজন প্রশাসক ইতোমধ্যেই নিজেকে প্রসিকিউটরদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তবে, কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি মৃতদেহগুলো অপরাধমূলক সহিংসতার শিকার ব্যক্তিদের কিনা।
সংগঠিত অপরাধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশ মেক্সিকো বছরের পর বছর ধরে ফরেনসিক ব্যবস্থার সংকটে ভুগছে, যার মধ্যে রয়েছে প্রক্রিয়াজাতকরণের জন্য মৃতদেহের সংখ্যাধিক্য, কর্মীদের অভাব এবং অর্থের সীমাবদ্ধতা।

সর্বশেষ - আইন-আদালত