মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আরজে নীরব জামিন পেলেন পাঁচ মামলায়

প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ

রাজধানীর তিনটি থানায় করা পৃথক পাঁচ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ই–কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরব।

জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

নিম্ন আদালতে বিফল হয়ে পাঁচ মামলায় চলতি মাসে হাইকোর্টে জামিন চেয়ে পাঁচটি আবেদন করেন নীরব। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ, খায়রুল আলম চৌধুরী ও সৈয়দ মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

ডিজিটাল নিরাপত্তা আইনে লালবাগ থানায় করা মামলাসহ অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় নীরবকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আইনজীবী সৈয়দ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, নীরবের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। নীরব কিউকমের পরিচালক বা শেয়ারহোল্ডার ছিলেন না। তিনি বিপণন বিভাগের প্রধান হিসেবে গত ১ জুন যোগ দেন এবং গত ২ অক্টোবর চাকরি থেকে ইস্তফা দেন। কিউকমের স্থায়ী কর্মীও ছিলেন না।

গুলশান ও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় করা মামলাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছেন।

এর আগে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং থেকে গত ৮ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ নীরবকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - আন্তর্জাতিক