বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আশুলিয়ায় ১২ কারখানায় ছুটি ঘোষণা, সেনা মোতায়েন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

শ্রমিকদের কর্মবিরতির জেরে আশুলিয়া শিল্পাঞ্চলের ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম ও সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানায় বাৎসরিক ইনক্রিমেন্ট নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।

পরে কর্তৃপক্ষ ১২টি কারখানায় ছুটি ঘোষণা দেন। এসময় সরকার নির্ধারিত ৪ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাখান করে ১৫ শতাংশের দাবি জানান শ্রমিকরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক