বুধবার , ১২ জুলাই ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইউক্রেনকে হতাশ করলো ন্যাটোর ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

সহসাই পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারছে না ইউক্রেন। আমেরিকার নেতৃত্বাধীন এই জোটের নেতারা বলেছেন, সামনে কোন এক সময়ে ন্যাটোতে যোগ দেবে ইউক্রেন। তাই এখনই কিয়েভকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না। ন্যাটোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে যোগ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউরোপে ন্যাটোভুক্ত সব দেশের সরকার প্রধানরা। জেলেনস্কিও ছুটে গিয়েছেন এই সম্মেলনে। কিন্তু হতাশ হয়েছেন ন্যাটোর ঘোষণায়।

ন্যাটো শীর্ষ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন দাবি করছে রাশিয়ার দখল করে নেয়া ভূমি উদ্ধারে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ শুরু করেছে এবং এতে উল্লেখযোগ্য অর্জন পেতে রীতিমতো লড়াই করতে হচ্ছে কিয়েভের সমর নেতাদের।

ন্যাটো নেতারা এক ঘোষণাপত্রে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোতে। কিন্তু তারা প্রক্রিয়াটির জন্য কোনো সময়রেখা প্রস্তাব করেনি। যখন মিত্ররা একমত হবে এবং সব শর্তপূরণ করা হবে তখন আমরা ইউক্রেনকে জোটে যোগদানের আমন্ত্রণ জানানোর অবস্থানে থাকবো।

তবে ইউক্রেনকে কোন শর্ত পূরণ করতে হবে তা এই ঘোষণাপত্রে উল্লেখ করেনি ন্যাটো। এতে দারুণ ক্ষুব্ধ হয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে আমন্ত্রণ না জানানো এবং সদস্য লাভের জন্য কোন সময়সীমা ঠিক না করাটা রীতিমতো নজিরবিহীন এবং অযৌক্তিক।

মঙ্গলবার, ভিলনিয়াসে এক সমাবেশে যোগ দিয়ে ভলোদিমির জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হয়নি। অথচ ন্যাটো ইউক্রেনকে আরও নিরাপদ করবে, ইউক্রেন ন্যাটোকে আরও শক্তিশালী করবে।

ভিলনিয়াসে দাঁড়িয়ে তিনি বলেন, ন্যাটো যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি আশা করেছিলেন, ন্যাটো স্পষ্ট সিদ্ধান্ত নেবে। ইউক্রেনের প্রত্যেক সেনা, প্রতিটি মানুষ আশা করেছিল ন্যাটো স্পষ্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু ন্যাটো গোটা ইউক্রেনকে হতাশ করেছে।

লিথুয়ানিয়ায় দুদিনের ন্যাটোর বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার ছিল প্রথম দিন। বস্তুত, তার আগেই যুক্তরাজ্য সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দেন, ইউক্রেনকে এখনই ন্যাটোয় নেয়া হবে না। কারণ ইউক্রেনকে এখনই ন্যাটোয় নেয়া মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া। অর্থাৎ, শুধু ইউক্রেন নয়, ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তো।

আমেরিকা জানিয়েছে, ইউক্রেনকে যেভাবে সাহায্য করা হচ্ছে, তা চালিয়ে যাওয়া হবে। কিন্তু ইউক্রেনের বক্তব্য, আমেরিকার এই আশ্বাসে তারা সম্পূর্ণ স্বস্তি পাচ্ছে না। কারণ ২০২৪ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট এসে সব বদলে দিতে পারেন।

সর্বশেষ - আন্তর্জাতিক