গুলশান থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানার থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করীম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড ও বাকিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।