বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এসি মিলানের কাছে ৩-১ গোলে উড়ে গেলো রিয়াল মাদ্রিদ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৬, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ

ঘরের মাঠে হারের লজ্জায় পুড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিজ মাঠে, এসি মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয় আনচেলত্তির শিষ্যরা।

এল ক্লাসিকোয় বার্সার কাছে হার, এরপর ব্যালন ডি অর বিপর্যয়। জয় দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রিয়াল মাদ্রিদের। কিন্তু, সে আশায় গুড়েবালি। এসি মিলানের কাছে বিধ্বস্ত হয়ে, হতাশার পাল্লাটা আরো ভারী হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

শুরু থেকেই, পরস্পরকে চোখ রাঙ্গিয়ে খেলতে থাকে দু’দল। এই ম্যাচেও নিষ্প্রাণ ছিলে এমবাপ্পে। রিয়ালকে এগিয়ে নেয়ার দুটি সুযোগ নষ্ট করার পরই, দুর্দান্ত এক গোলে বার্নাব্যুর সমর্থকদের স্তব্ধ করে দেন থিয়া। তবে, ভিনিসিয়ুসের কল্যাণে স্বস্তি ফেরে স্বাগতিকদের। স্পট কিক থেকে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর বাড়ে মিলানের আক্রমণের ধার। সুফলও পায় ৩৯ মিনিটে। মোরাতার পায়ের যাদুতে এগিয়ে যায় সফরকারীরা।

বিরতির পর যেনো আরো বিধ্বংসী হয়ে উঠে এসি মিলান। অন্যদিকে, নিজেদের খুঁজে বেড়াচ্ছিলো লস ব্লাঙ্কোসরা। ৭৩ মিনিটে, গর্জে ওঠেন মিলান সমর্থকরা। তিজানি রেইন্ডার্সের ছোঁয়ায় ৩-১ গোলে এগিয়ে চালকের আসনে বসে, পাউলো ফনসেকার শিষ্যরা। এরপর স্বাগতিকরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও মিলান রক্ষণ বাহিনী তা হয়ে দেয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক