ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। এবারই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।
সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটা ছিলো হোয়াইটওয়াশের মঞ্চ। এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটাররা। এরপর বাবি কাজটা করলেন বোলাররা। এতেই ৮০ রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে জাকেরের ৪১ বলে ৭২ রানে ভর করে ১৮৯ রান করে লাল সবুজের দল। পরে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দেয় ১০৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, ইমন ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামিম ২, সাকিব ১৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯/১০ (কিং ০, চার্লস ২৩, জাস্টিন ৬, পুরান ১৫, রস্টন ০, পাওয়েল ২, সেপইয়ার্ড ৩৩, মটিই ১২, জোসেফ ১, ওবেই ৪, সিলস ৪*)।