টানা ৩৬ ঘন্টা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের পর আজ (বুধবার) সকাল থেকে শান্ত ছিলো নিউমার্কেট এলাকা। কিন্তু বিকালের কিছুক্ষণ পর ঢাকা কলেজের সামনে ও ধানমন্ডি সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আবার উত্তেজনা ছড়িয়েছে।
শিক্ষার্থীরা আবারও হল ছেড়ে রাস্তা নেমে এসছে। ওই এলাকা ও আশেপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের মধ্যেই বিকালে ঢাকা কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।