সোমবার , ১৪ মার্চ ২০২২ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া: অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক

মার্চ ১৪, ২০২২ ৪:৪৬ পূর্বাহ্ণ

কুমিল্লায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে একটি পিস্তলসহ সহিদুর রহমান সজিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে কুমিল্লার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কায়সার হামিদ সমকালকে জানান, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ফুটেজ দেখে সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনার একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে, এগুলো দেখে রাতেই একটি পিস্তলসহ সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।’

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ  বলেন, ‘প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন যারাই করেছে তাদের সকলকে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে এলাকায় আধিপত্য নিয়ে নগরীর চকবাজার গর্জনখোলা পশ্চিমপাড়া এলাকায় এলাকার আবদুর রাজ্জাকের নেতৃত্বে বিদ্যুৎ অফিস গলির এলাকার বাসিন্দা রবিন আহমেদ ও জালাল উদ্দিনের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়। রবিন ওই এলাকার মৃত মাহে আলমের ছেলে এবং জালাল একই এলাকার হোসেন মিয়ার ছেলে।

রবিন ও জালাল দুজনই স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী এবং আবদুর রাজ্জাক বিএনপির কর্মী।

দুপক্ষের সংঘর্ষের ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পিস্তল, রাম-দা, চাপাতি, ছেনি, রড, হাতুড়ি, লাঠি নিয়ে চকবাজার সড়কে বিদ্যুৎ অফিস গলিতে সংঘর্ষে চলছে। উভয় গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠির আঘাতে অন্তত ৫-৬ জন আহত হয়েছে।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, কজন যুবক প্রকাশ্যে পিস্তল উচিয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে।

স্থানীয়রা বলছেন, চকবাজার বাসস্ট্যান্ড, জুয়া ও মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত রবিন আহমেদ  বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। পিস্তল ও দেশিয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা হয়েছে। আবদুর রাজ্জাক মাদক কারবারি।’

আবদুর রাজ্জাক বলেন, ‘আমি কোনো মাদক কারবারে জড়িত না। আমি ঠিকাদারি ব্যবসা করি। আমার হাতে অস্ত্র ছিল না।’

সর্বশেষ - আন্তর্জাতিক