বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধী হলে আইন তার বিচার করবে। অথচ অযথাই ইস্যু তৈরি হচ্ছে। চক্রান্ত যাই হোক, বিএনপি মাঠে থেকেই তা প্রতিহত করবে।
এদিকে একই দিন বিকেলে রাজধানীর তেজকুনি পাড়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করেছে তেজগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা। এতে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধী হলে আইনিভাবে তার বিচার হোক। অফিসে হামলা বিএনপি সমর্থন করে না।
এ সময় তিনি বলেন, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন। এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন।