বৃহস্পতিবার , ২ জুন ২০২২ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

খুলনার দুদক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

প্রতিবেদক

জুন ২, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

নগরীর বয়রাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুদক কার্যালয়ের তিনতলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গিয়েছি কিনা বিষয়টি এখনই বলতে নারাজ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি তদন্ত টিম করা হবে জানান তারা।

এদিকে দুদকের দাবি, কোনো ফাইলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনার জানার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুদক কার্যালয়ে পৌঁছায়। ২০ মিনিটের মধ্যেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনা হয়। দুদকের মূল ভবনের তিনতলার একটি কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর ২০১৪, ২০১২ এবং ১০১০ কক্ষে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। কিছু কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের সহকারী পরিচালক (খুলনা) মো. আছাদুজ্জামান জানান, আমাদের দুটি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। তিনতলার একটি কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তদন্ত টিম করা হবে। এরপরই বিস্তারিত জানা যাবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, অফিস টাইমের পর সন্ধ্যার কিছু সময় আগে তিনতলা থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কোনো ফাইলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘরটিতে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী

ধর্মপ্রাণ মুসলিমের সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে অমিত শাহর বৈঠক

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিন থেকে ১ কেজি সোনা উদ্ধার

ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশে মার্কিন চাপে পরিস্থিতির সুযোগ নেবে চীন, উদ্বেগে ভারত

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে ৫ মন্ত্রী

এটা তো আর জাতীয় নির্বাচন না: বুবলী বললেন

জামায়াতকে মাঠে নামিয়ে সন্ত্রাসের প্রস্তুতি বিএনপির: কাদের

দুবাই বন্দরে জাহাজ এমভি আবদুল্লাহ

অবন্তিকার আত্মহত্যায় সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে: ডিএমপি