প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।
শ্রমিক নেতারা জানান, প্রশাসনের দাবি মানার আশ্বাসে ও জনভোগান্তির কথা চিন্তা করে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। দাবি আদায় না হলে ফের কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
গত রোববার (২৬ জানুয়ারি) থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ট্যাংকলরি শ্রমিকরা।
কর্মবিরতির কারণে মজুত থাকা তেল শেষ হয়ে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তেল না পেয়ে ফিরে যেতে হয়েছিলো চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।