চিটাগাং কিংসের ব্যাটিংয়ের মেজাজ দেখে অনেক হয়তো ধরেই নিয়েছিলেন বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এর উত্তেজনায়। ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তা প্রাণভরে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমিরা।
শ্বাসরূদ্ধকর এক ফাইনালে ফরচুন বরিশালের লক্ষ্য ছিল ১৯৫ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান।বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন।
পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই তিন উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছে দলটি।
টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।