শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার দক্ষিণ আফ্রিকার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৪, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

মাত্র ৬৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা! নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২০.৪ ওভার টিকল তাদের ইনিংস। রান তাড়ায় মাত্র ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড।

আজ (শুক্রবার) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভেঙে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারেই আউট হন অধিনায়ক লরা উলভার্ট। দলীয় অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন আরও ৬ ব্যাটার। একমাত্র ব্যতিক্রম ছিলেন সিনালো জাফটা, যিনি করেন সর্বোচ্চ ২২ রান। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

আউট দক্ষিণ আফ্রিকার আরও এক ব্যাটার।

আউট দক্ষিণ আফ্রিকার আরও এক ব্যাটার।

ফলে ২০.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বনিম্ন ওভার খেলার পরিসংখ্যান। এর আগে ১৯৯৭ সালে পাকিস্তান ১৩.৪ ওভারে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল।

ইংল্যান্ডের বোলারদের দাপটে ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে। বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ নেন ৩ উইকেট, আর ২টি করে উইকেট শিকার করেন ন্যাট শাইভার-ব্রান্ট, সোফি এক্লেস্টন ও চার্লি ডিন।

ইংল্যান্ড টিম।

ইংল্যান্ড টিম।

রান তাড়ায় ইংলিশ ব্যাটাররা ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। অ্যামি জোন্স অপরাজিত ৪০ এবং ট্যামি বিউমন্ট ২১ রান করে দলকে ১০ উইকেটের বড় জয়ে পৌঁছে দেন।

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি ইংল্যান্ডের সপ্তম জয়। দুই দলের লড়াইয়ে সম্মিলিত ১৪২ রান—যা তাদের মধ্যকার সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত