বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল বিসিবির সভাপতি পদ ছাড়বেন তিনি। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন।

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথচলা শেষ হলো নাজমুল হাসান পাপনের।

এর আগে, সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিসিবির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সাংসদও ছিলেন নাজুমল হাসান পাপন। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবি সভাপতির দায়িত্ব।

তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচলনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবের। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাকে।

এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আগের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এতে মন্ত্রণালয়ের দায়িত্বও হাতছাড়া হয় নাজমুল হাসান পাপনের। এবার বিসিবি সভাপতির পদ থেকেও সরে দাঁড়ালেন।

সর্বশেষ - আইন-আদালত