জেডেন সিলসের বিধ্বংসী বোলিং এবং শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান – যা পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। এর মাধ্যমে ক্যারিবীয়রা সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।
হোপের সেঞ্চুরিতে রান পাহাড়
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরুটা ধীরগতির ছিল। রানের চেয়ে উইকেট হাতে রাখতেই যেন মনোযোগ ছিল ব্যাটারদের। ৪৪তম ওভারের শুরুতেও দলের রান ছিল ২০০-এর নিচে। ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। শাই হোপ এক ওভারে দু’টি ছক্কা মেরে ম্যাচের গতিপথ পাল্টে দেন। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদদের উপর চড়াও হন ক্যারিবীয় ব্যাটাররা।
শাই হোপ ৯৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক হন। শেষ সাত ওভারে আসে ১০০ রান। ইনিংস শেষ হয় ২৯৫ রানে।
সিলস ঝড়ে উড়ে গেল পাকিস্তান
পাকিস্তানের জবাবে শুরু থেকেই ধস নামে। জেডেন সিলস সিরিজে তৃতীয়বারের মতো সাইম আইয়ুবকে প্রথম ওভারেই ফেরান। এরপর একে একে ফিরিয়ে দেন আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে। রিজওয়ান অফ স্টাম্পের বাইরে ভেবে বল ছেড়ে দেন, কিন্তু বল ঢুকে অফ-বেইল ছিটকে দেয় – একেবারে নিখুঁত ডেলিভারি।
মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে। বাবর আজম এলবিডব্লিউ হলে সব আশা শেষ হয়ে যায়। পরের ব্যাটাররা আর তেমন কিছু করতে পারেননি। আগা ৩০, মোহাম্মদ নওয়াজ ২৩ ও হাসান নওয়াজ ১৩ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।
শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয় মাত্র ৯২ রানে। সিলস ৮.২ ওভারে মাত্র ১৯ রানে নেন ৬ উইকেট-যা ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
ইতিহাস গড়ল ক্যারিবীয়রা
এই জয়ে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তারা বুঝিয়ে দিল, দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সময় এসেছে।












The Custom Facebook Feed plugin