মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ক্রিকেটারদের বাড়ছে বেতন-ম্যাচ ফি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে। আসছে নতুন কেন্দ্রীয় চুক্তিতে আগ্রহ বাড়াতে টেস্ট ক্রিকেটারদের জন্য বাড়ানো হবে তুলনামূলক বেশি পারিশ্রমিক। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দল ও আশপাশের ক্রিকেটারদের জন্য সুখবর দিল। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

নামজুল বলেন, ‘বেশ কিছুদিন আগে ওদের শেষ পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি (আলোচনা) হয়েছিল এবং এবারও কিছু পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে, টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি প্রাধান্য দিয়েছি। যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে, তারা যেন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়ার চেষ্টা কম করে।’

তিনি আরও বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই, যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, অন্যদের তুলনায় তাদের আয় কম হয়। তাই অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে, যেটা তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। সেটার কথা বিবেচনা করে টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটিতে নজর দিয়েছি।’

এর আগে গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণ মিলিয়ে ২১ জন ক্রিকেটার রেখেছিল বিসিবি। শুধু টেস্টের চুক্তিতে ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

যদিও নামজুল এবারের চুক্তিতে কারা বা মোট কতজন থাকছেন, তা এখনই খোলাসা করেননি। আর বৃদ্ধি পাওয়ার পর ক্রিকেটারদের পারিশ্রমিক বা ম্যাচ ফি কত হয়েছে, সেটিও এখনই জানাতে নারাজ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে (কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের) সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। এটি পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।’

২০২০ সালে সবশেষ বেড়েছিল জাতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি। এখন ম্যাচ ফি প্রতি টেস্টে ছয় লাখ টাকা, প্রতি ওয়ানডেতে তিন লাখ টাকা ও প্রতি টি-টোয়েন্টিতে দুই লাখ টাকা।

এরপর গত বছর ম্যাচ ফি বাড়িয়ে টেস্টে আট লাখ, ওয়ানডেতে ছয় লাখ ও টি-টোয়েন্টিতে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিল তখনকার ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে বোর্ডসভায় অনুমোদন পায়নি সেটি। এর বদলে চালু করা হয়েছিল পারফরম্যান্স বোনাস।

এদিকে চুক্তিতে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ থাকবেন কি না, সেটার জবাব সরাসরি দেননি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি