বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে?

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের মাটিতে হচ্ছে না ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে নিশ্চিত হলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হচ্ছে দুবাইয়ের মাটিতে। আর মূল আয়োজক পাকিস্তানের মাটিতে এবারের সবশেষ ম্যাচ মাঠে গড়াবে আজ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই। 

তবে মাঠের খেলার পাশাপাশি এই ম্যাচে চোখ রাখতে হচ্ছে আইসিসির টুর্নামেন্ট গাইডলাইন এবং আকাশের দিকেও। চলতি আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টির কারণে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে বল মাঠেই গড়ায়নি। একইঅবস্থা ছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ম্যাচেও। আর আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটা শেষ হয়নি বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে।

এমন অবস্থায় আজ আরও একবার পাকিস্তানের মাটিতে হবে ম্যাচ। এই ম্যাচে অবশ্য গ্রুপ পর্বের মতো ম্যাচ বাতিল বলার সুযোগ নেই। অন্তত এক দলকে বিদায় নিয়ে অন্য দলকে যেতে হবে ফাইনালের মঞ্চে। সেজন্যই আছে রিজার্ভ ডে’র ব্যবস্থা। ৫ই মার্চ বৃষ্টিতে অন্তত ২০ ওভারও ম্যাচ খেলানো না গেলে ম্যাচ চলে যাবে আগামীকাল ৬ই মার্চের সূচিতে।

আবার আজ বৃষ্টি বাগড়ায় ম্যাচ মাঝপথে শেষ হলে খেলা যতখানি হয়েছে, সেখান থেকেই আগামীকালের খেলা শুরু হবে।

তবে মূল ম্যাচডে এবং রিজার্ভ ডে দুইদিনই বৃষ্টিতে ভেস্তে গেলে আছে বিকল্প ব্যবস্থা। সেক্ষেত্রে যারা গ্রুপের শীর্ষে ছিল, তারাই ফাইনালে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা হবে ভাগ্যবান। গ্রুপ ‘বি’ এর সেরা দল হিসেবে তারা উঠে এসেছে সেমিফাইনালের লড়াইয়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক