শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তাসকিন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩১, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডির এই ম্যাচে ড্র করলেই প্রথমবারের টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে স্বাগতিকদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো গতকাল শুক্রবার। কিন্তু টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে বাকি চার দিনের খেলা নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিদিন অন্তত ৯৮ ওভার করে খেলা হবে। সে হিসেবে আজ দ্বিতীয় দিনের খেলাও শুরু হবে নির্ধারিত সময়ের আগেই। টস হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে)।

একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।

পরিবর্তন এসেছে পাকিস্তান একাদশেও। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।

এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিলো। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও।

সর্বশেষ - রাজনীতি