মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এলো আরও এক স্পিনার!

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

সিরিজ জয়ের হাতছানিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে দুই দলের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় মিরপুরের উইকেট। সেই উইকেটের কথা ভেবে দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ।

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র‍্যাংকিংয়ের ৯-এর মধ্যে। বাংলাদেশের অবস্থান দশে। তাদের ঠিক ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেই চিন্তা থেকেই মিরপুরের উইকেট স্পিন বান্ধব।

প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে ঘুর্ণিতে ঘায়েল হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ পেয়েছেন ৫ উইকেট। তবে তার সাফল্যের ভাগ চলে যাচ্ছে উইকেটের দখলে।  উইকেটের রহস্য ভেদ করতে দেশ থেকে উড়িয়ে এনেছে স্পিনার আখিল হোসেনকে। বাংলাদেশের অস্ত্রেই টাইগার বধের পরিকল্পনা তাদের।

বাংলাদেশের একাদশ থেকে তাসকিন আহমেদ বাদ গেছেন। যুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে সফরকারীদের একাদশেও রয়েছে পরিবর্তন। জাইডেন সিলসকে বসিয়ে ডাকা হয়েছে আকিল হোসেনকে আর রোমারিও শেফার্ডের জায়গায় আজ অভিষেক হচ্ছে আকিম অগোস্টোকের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, শাই হোপ, শের্ফান রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন, খেরি পেইরি ও আকিম অগোস্টো।

সর্বশেষ - আইন-আদালত