শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস হারলেন মেহেদী হাসান মিরাজ।
আজ বুধবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
এই ম্যাচে ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন এবং তানভীর ইসলামের। এছাড়া পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দায়িত্বে আছেন অভিষিক্ত তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তানজিম হাসান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।












The Custom Facebook Feed plugin