জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অনেক অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। বিক্ষুদ্ধ দর্শক গেইট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। গত ১০ জুন ম্যাচের দিন বেলা দুইটা থেকে স্টেডিয়ামে আসতে শুরু করেন দর্শকরা। ম্যাচ শেষে রাত ৯টায় স্টেডিয়াম থেকে বের হন তারা।
দীর্ঘ ৭ ঘণ্টার মতো প্রচন্ড গরমের মধ্যে স্টেডিয়ামে অবস্থান করলেও পানি, খাবার সংকটসহ নানা অসুবিধার সম্মুখীন হন ফুটবলপ্রেমীরা। এক লিটার পানি ৪০০ টাকা দিয়েও কেনার অভিজ্ঞতা হয়েছে তাদের। তাছাড়া গ্যালারিতে সিটিং ব্যবস্থাপনায়ও গড়বড় হয়েছে। এসব সমস্যার মধ্যে সাংবাদিকদের প্রেসবক্সে প্রবেশ করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে।
প্রেসবক্স ও ভিআইপি গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সিঁড়ি আর ভিআইপিদের লিফট ব্যবহারের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়টি সাংবাদিকরা ভালো ভাবে নেননি।
শনিবার (১৪ জুন) বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এজন্য বাফুফে’র পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল ছিল। আমি বাফুফের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আমরা সবাই একই। কারো সুবিধা নাই। প্রবেশ ও বের হবার জন্য লিফট-সিঁড়ি সবার জন্য সমান। এ রকম আর হবে না।’
সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা কঠোর থাকা কারণে নানা সমস্যা হয়েছে জানান বাফুফে সভাপতি। তাছাড়া যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা ভবিষ্যতে আর যাতে না হয়, সে ব্যাপারে আরো সতর্ক থাকবে বাফুফে।












The Custom Facebook Feed plugin