দ্বিতীয় প্রীতি ম্যাচেও হারের মুখ দেখলো বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে এবার ৫-১ গোলে হারলো আফঈদা-শামসুন্নাহারের দল।
ম্যাচের ২৩ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে ২৯ মিনিটে এসে শামসুন্নাহারের দুর্দান্ত গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে এরপর আর গোলের দেখা পায়নি সফরকারীরা। প্রথমার্ধে ১-৩ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। তাতেই বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।
এর আগে, প্রথম প্রীতি ম্যাচে ০-৩ গোলে হেরেছিলো বাংলাদেশ। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার আগে প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফর করে আফঈদারা।

















