শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নতুন অনিশ্চয়তায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইংল্যান্ডের আপত্তির পর এবার অস্ট্রেলিয়াও উদ্বেগ প্রকাশ করায় আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি–এর প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপা ভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান প্রোটোকলে পরিবর্তনের প্রয়োজন না হলেও সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়া এখনই নিজ দেশের বিমানবন্দরে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেনি।

আলজাজিরা–র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের তুলনায় আরও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণ মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছে।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। নিপা ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরালো হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোও সতর্ক অবস্থান নিচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এরই মধ্যে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই আসরে ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কা এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি করছে।

সর্বশেষ - আইন-আদালত