শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

এশিয়া কাপের সুপার ফোরের পঞ্চম ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ। এর ফলে ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে এশিয়া কাপ। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। বোলাররা দারুণ শুরু এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ মাত্র চার বলের মধ্যে ফারহানকে ফেরান। পরে রিশাদ, শেখ মেহেদি ও মুস্তাফিজ মিলে পাকিস্তানের শীর্ষ ব্যাটারদের একে একে সাজঘরে ফেরান। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

তবে শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নওয়াজের ১৫ বলে ২৫ রানের ইনিংসে ভর করে তারা দাঁড় করায় ১৩৫ রানের লড়াকু সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট, রিশাদ ও মেহেদি শিকার করেন ২টি করে উইকেট।

টার্গেট তাড়ায় নেমেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইমন শূন্য হাতে ফিরলে দলের চাপে পড়া শুরু হয়। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ মাত্র ১৮ রানে বিদায় নেন। এরপর নুরুল হাসান, মেহেদি ও জাকের আলি দ্রুত আউট হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শামীম হোসেন কিছুটা লড়াই করেছিলেন। ২৫ বলে ৩০ রান করে আশা জাগালেও শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরার পর শেষ হয়ে যায় বাংলাদেশের সব প্রত্যাশা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন, সাইম আয়ুব পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (হারিস ৩১, নওয়াজ ২৫, আফ্রিদি ১৯, সালমান ১৯; তাসকিন ৩/২৮, রিশাদ ২/১৮, মেহেদী ২/২৮)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (শামীম ৩০, সাইফ ১৮, নুরুল ১৬; আফ্রিদি ৩/১৭, রউফ ৩/৩৩, সাইম ২/১৬)।

সর্বশেষ - আইন-আদালত