শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচে গো হারা হেরেছে বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো লড়াই না করে ৯৯ রানে হেরেছে মিরাজ বাহিনী। হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়ে ছিলো। তবে শেষ ম্যাচে যাচ্ছেতাই ব্যাটিংয়ে সেই হার দিয়েই সিরিজ শেষ হলো।
মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস। জবাবে খেলতে নেমে ৩৯ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে বাংলাদেশ।
এদিন প্রফেশলান পারফরম্যানস করেছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। অসাধারণ বোলিং পারফম্যানসে নেতৃত্ব দেন পেস জুটি আসিথা ফার্নান্দো এবং চামিরার। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন তারা। খেলায় বাংলাদেশকে কখনও কোনো ধরণের গতি তৈরি করতে দেননি লঙ্কান বোলাররা। পারভেজ, তানজিদ, মেহেদি এবং শামিম শুরুটা ভালো করেছিলেন। কিন্তু তারা এটিকে অর্থপূর্ণ অবদানে রূপান্তর করতে ব্যর্থ হন। তৌহিদ হৃদয় একা লড়াই করেছিলেন এবং কয়েকটি জুটি গড়েছিলেন। কিন্তু অন্য প্রান্ত থেকে সমর্থনের অভাব ছিল।
শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই তাদের স্ট্র্যাপগুলো আঘাত করেছিলেন এবং প্রতিপক্ষকে কখনও হুক ছাড়তে দেননি। চামিরার গতিতে অবাক হয়ে গেলেও আসিথা তার কৌশল (স্লোয়ার ডেলিভারি) প্রদর্শন করেছেন। এই পেস জুটি ছয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।
এছাড়া ওয়েল্লাগে এবং হাসারাঙ্গার স্পিন জুটি নিয়েছে চারটি উইকেট। সব মিলিয়ে এটি স্বাগতিকদের জন্য এটি ছিলো পেশাদার পারফরম্যানস।


















