বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলার মেয়েরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বৈরী আবহাওয়ায় মাঠ খেলার অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ গোলের খাতা খুলে ম্যাচের ৩৩ মিনিটে। আর গোলটি করেন তৃষ্ণা। ম্যাচের প্রথমার্ধে তার গোলেই এগিয়ে ছিল বাংলাদেশ। আক্রমণ ও বল পজিশনেও এগিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। তৃষ্ণা তার জোড়া গোল পূর্ণ করেন ৬৬ মিনিটে। এবারের আসরে এটা তার তৃতীয় গোল। নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি।

৭৫ মিনিটে স্বপ্না ডি বক্সের অনেকটা দূর থেকেই গোলের জন্য শট নেন। বল বারে লেগে ভেতরের দিকে ঢুকে যায়। এই প্রতিযোগিতায় এটি স্বপ্নার দ্বিতীয় গোল। আসরের প্রথম গোলটিও স্বপ্নাই করেছিলেন।

গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত