বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মিলানকে হারিয়ে অর্ধশতাব্দী পর শিরোপা জিতলো বোলোনিয়া

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে, ৫১ বছর পর শিরোপা জিতলো বোলোনিয়া। দান এনদোয়ের জয়সূচক গোলে ১৯৭৪ সালের পর প্রথম কোন ট্রফি জিতলো ইতালির ক্লাবটি।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ঐতিহ্য কিংবা দলীয় শক্তি— সবকিছুর বিচারে ইতালিয়ান কাপের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামে এসি মিলান। ম্যাচের ১০ মিনিটেই লিড পেতে পারতো মিলান, কিন্তু স্ট্রাইকার লুকা ইয়োভিচ নষ্ট করেন গোলের সুযোগ। তবে সুযোগ হাতছাড়া করেনি বোলোনিয়া। গোল শূন্য ড্র’তে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় দু’দল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই।

ম্যাচের ৫৩তম মিনিটে উইঙ্গার দান এনদোয়েরের গোলে লিড নেয় বোলোনিয়া। ম্যাচের বাকি সময় মিলান কোন লড়াই করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ জিতে শিরোপা উৎসবে মাতে বোলোনিয়া।

সর্বশেষ - আইন-আদালত