রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রুদ্ধশ্বাস সমতায় শেষ বায়ার্ন-ডর্টমুন্ড ডার ক্লাসিকার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৩, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

জার্মান লিগ বুন্দেসলিগার সবচেয়ে ঐতিহ্যবাহী ধ্রুপদী দ্বৈরথ বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ডের লড়াই। দু’দলের এই হাইভোল্টেজ লড়াইকে ডাকা হয় ডার ক্লাসিকার নামে। চলতি মৌসুমে লিগের দ্বিতীয় এই বিগ ম্যাচে জয় পায়নি কেউই। উভয় শিবিরের জোড়া গোলের সুবাদে ফলাফল নিষ্পত্তি ছাড়াই শেষ হয় ম্যাচ।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ডর্টমুন্ডকে আতিথ্য দেয় বায়ার্ন। ঘরের মাঠে পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষে আগের মতোই শক্ত অবস্থানে রয়েছে ভিনসেন্ট কোম্পানির দলের।

ম্যাচের প্রথামার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর খেলা শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাঁ দিকে পেয়ে হেডে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড মাক্সিমিলিয়ান বাইয়ার।

পিছিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে, ৫৪তম মিনিটে কিম মিন-জেকে তুলে রাফায়েল গেররেইরোকে নামান বায়ার্ন কোচ। মাঠে নামার একাদশ মিনিটে টমাস মুলারের পাস ধরে গোল করে সমতা টানেন পর্তুগিজ ডিফেন্ডার গেররেইরো।

চার মিনিটের মধ্যে এগিয়েও যায় বায়ার্ন। ইয়োসিপের পাস পেয়ে বক্সের মধ্য থেকে ডান পায়ের শটে গোলটি করেন পাঁচ মিনিট আগেই বদলি নামা গেনেব্রি।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বেশ এগিয়ে থাকা বায়ার্নও অবশ্য ব্যবধান ধরে রাখতে পারেনি। ৭৫তম মিনিটে কাছ থেকে ভাল্ডেমার আন্টনের সফল শটে হার এড়ায় তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ডর্টমুন্ড।

চলতি মৌসুমে ঘরোয়া লিগে শুরু থেকেই ভুগছে ডর্টমুন্ড। এই ড্রয়ের পর ২৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে দলটি।

২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে বর্তম্যনা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন।

সর্বশেষ - আইন-আদালত