চীনের চংকিনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দ ধরে রাখল বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের তরুণরা। এর আগে প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল করেন। ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোলের দেখা পান।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখায় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক কিছু ভালো সেভ করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণ ঠেকাতে পারেনি দলটি। প্রথমার্ধে ২৪ মিনিটে আরিফের ক্রস থেকে ইকরামুলের হেডে লিড নেয় বাংলাদেশ। কিছুক্ষণ পর অপুর পাসে মানিকের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও তিন গোল যোগ করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সালের দারুণ শটে তৃতীয় গোল আসে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদের দূরপাল্লার শট জালে জড়ায়। ইনজুরি সময়ে হাফ-ভলিতে ফয়সাল নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।
হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা ৯০ মিনিট দুর্দান্ত খেলেছে। সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে-এজন্য ফুটবলারদের ধন্যবাদ। সামনে দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, দোয়া চাই।’
এএফসি অ-১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে একই গ্রুপে আছে ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।


















