শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ছয় নভেম্বর থেকে। তবে সিরিজের জন্য একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারার পর সিরিজশেষে অধিনায়কত্ব ছেড়ে দেবার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু দল ঘোষণায় দেখা যায়, শান্তকেই অধিনায়ক রেখেছে বিসিবি। আর সহঅধিনায়ক করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে।

এই সিরিজে নতুন মুখ পেসার নাহিদ রানা। ফিরেছেন সৌম্য সরকার, জাকির হাসান ও নাসুম আহমেদ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা আছেন দলে। রাখা হয়েছে জাকের আলী অনিককেও।

শনিবার দলের একটি অংশ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা করবে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৮ ও ১১ নভেম্বর। সব কয়টি ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

সর্বশেষ - আইন-আদালত